১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,বিকাল ৩:৩৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বাগেরহাটে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: জুন ২৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকেলে বাগেরহাট রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয় চত্বরে মিলিত হয়।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি এা্যাড. শাহ-ই-আলম বাচ্চু, সাধারণ সম্পাদক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, বশিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, আগামী নির্বাচনে দলীয় নেত্রীবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জামায়াত শিবিরের উসকানি মূলক কর্মকান্ড প্রতিহত করতে হবে। নিজেদের মধ্যে দলীয় বিভেদ ভুলে আওয়ামী লীগকে আরও শক্তিশালী করে আগামী নির্বাচনে দলকে বিজয়ী করার আহবান জানান বক্তারা।

র‌্যালী ও আলোচনা সভায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু, বাগেরহাট জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফি জেমস, বাগেরহাট জেলা তাতী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. ফকির ইফতেখারুল ইসলাম রানা, বাগেরহাট মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. শরীফা খাতুন, যুগ্ন সাধারণ সম্পাদক তালুকদার রীনা সুলতানা, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাজ, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা অংশগ্রহন করেন।

এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা স্ব-স্ব ইউনিয়নের ব্যানার নিয়ে আনন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন।

  • শেয়ার করুন