৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ৭:৩২

বাগেরহাটে হাসপাতালে বাড়ছে শিশুসহ সব ধরনের রোগী, সেবা দিতে হিমশিম

প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে আশঙ্কাজনক হারে বেড়েই চলছে সব ধরনের রোগীর সংখ্যা বেশিরভাগ আক্রান্ত হচ্ছে শিশুরা। বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি বেশিরভাগই জ্বর, ঠান্ডা, কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। চিকিৎসকরা বলছেন, নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা বেশি। শয্যার চেয়ে বেশি রোগি ভর্তি হওয়ায় ও জনবল সংকট থাকায় সেবা দিতে হিমশিম খেতে হয় বলে জানান চিকিৎসকরা।

জেলা হাসপাতাল সূত্রে জানা যায়, আবহাওয়া পরিবর্তনের  কারণে বেড়েছে  শিশু রোগীর সংখ্যা। গত দুই সপ্তাহ ধরে জেলা হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি হয়েছে। তবে গত ২৪ ঘন্টায় ৩৬ বেডের অনুকূলে ১০৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।প্রতিদিনই বাড়ছে শিশুর রোগির সংখ্যা । শয্যা সংকুলন না হওয়ায় অনেক শিশুদের মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। এছাড়া মেডিসিনসহ অন্য বিভাগগুলোতে বাড়ছে রোগির চাপ। প্রতিদিন বর্হিবিভাগে প্রায় সহাস্রাধিক রোগি চিকিৎসা নিতে আসে। তবে চিকিৎসক সংকট থাকায় রোগিদের নিয়ে চরম বিড়ম্ভবনায় পড়তে হয় স্বজনদের।

শহরের দশানি থেকে হাসপাতালে ছেলেকে নিয়ে আসা মনিরা বেগম বলেন, তিন দিন ধরে সন্তানের খাশি ও জ্বর । স্থানীয় ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়াইছি, কিন্তু কোনো উপকার হয়নি। যার কারণে হাসপাতালে নিয়ে ভর্তি করেছি।এক মাস বয়সী শিশু সুলাইমান শেখ কে নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মা আঞ্জুমান বেগম বলেন, কয়েকদিন ধরে বাচ্চার জ্বর, সর্দি ও কাশি। এখানে ভর্তি হলে ডাক্তাররা এক্স-রে করতে বলেছেন। এক্স-রেতে ধরা পড়েছে ছেলের বুকে কাশি জমে শুকিয়ে গিয়েছে। সুস্থ হতে সময় লাগবে।

বাগেরহাট জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র নার্স সুপ্রিয়া দাস বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে জ্বর, কাঁশি ও নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হয়ে প্রতিদিনই শিশুরা ভর্তি হচ্ছে। অনেক বেশি রোগী হওয়ায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে আমাদের।

বাগেরহাট ২৫০ শয্যা  জেলা হাসপাতালের শিশু কনসালটেন্ট শিহান মাহমুদ বলেন,আবহাওয়াজনিত কারণেই হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। হঠাৎ আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সেবা দিতেও হিমশিম খেতে হচ্ছে । এ অবস্থায় রোগীর চাপ থাকলেও আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। গেল ২৪ ঘন্টায় বিভিন্ন রোগে আক্রান্ত ৩৫৮রোগি ভর্তি রয়েছে।হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় স্বাস্থ্যসেবা দেওয়া ব্যাহত হচ্ছে।

বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার বলেন,আমাদের ২৫০ শয্যার অনুমোদন থাকলেও জনবল রয়েছে ১০০ শয্যার। এ অবস্থায় রোগীর চাপ থাকলেও আমরা সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করছি। আমরা প্রতিদিন বহির্বিভাগে ১৩০০ থেকে ১৪০০ রোগীকে সেবা দিই। আসলে স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে  ভালো সেবা দেওয়া দুরহ। হাসপাতালে বিদ্যমান জনবল বৃদ্ধি পেলে রোগীদের আরো বেশি সেবা দেয়া সম্ভব হবে বলে জানান এই কর্মকর্তা।

  • শেয়ার করুন