৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,সকাল ৯:৪৪

বাগেরহাটে প্রাথমিক শিক্ষকদের পেশাগত কর্মশালা

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার  ব্যক্তিগত উদ্যোগে বেসরকারিভাবে শিক্ষকগণের পেশাগত মান উন্নয়নে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২৬ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি এই ব্যতিক্রমধর্মী কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের ৫০ জন সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।

শিক্ষকগণের পেশগত সন্তুষ্টি অর্জনে বিভিন্ন স্বনামধন্য শিক্ষকগণের উদাহরণের পাশাপাশি শিক্ষক মান, প্রাথমিক স্তর শেষে শিক্ষার্থীর ন্যূনতম মান, শিশুকেন্দ্রিক শিখন, আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য, বিবেকবান শিক্ষকের আত্মজিজ্ঞাসা, শিক্ষার্থীর আচরণ বিশ্লেষণ (এবিসি মডেল), মনোসামাজিকভাবে ভালো থাকার কৌশল, শিক্ষার্থী ব্যবস্থাপনা, শিখন স্থায়ীকরণের কৌশল, মূল্যায়ন কৌশল ইত্যাদি বিষয়ে  প্রশিক্ষক হিসেবে দিক নিদের্শনামুলক  আলোচনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল কুদ্দুস তালুকদার ।

সবশেষে উপস্থিত শিক্ষকগণ উদ্বুদ্ধ পরবর্তীতে করণীয় বিষয়ে একটি অঙ্গিকারনামা লিখিতভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নিকট দাখিল করেন। কোন সম্মানী ব্যতিত বন্ধের দিনে এমন আয়োজনে শিক্ষকগণ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কর্মশালা শেষে সন্তোষ প্রকাশ করেন।

  • শেয়ার করুন