প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪
স্টাফ রিপোর্টা,বাগেরহাট.বাগেরহাট বাসির উন্নয়নের জন্য আবারো রাজনীতিতে ফিরছেন বিএনপি দলীয় সাবেক এমপি বিশিষ্ট শিল্পপতি এম এ এইচ সেলিম। দলীয় মনোনয়ন পেলে এমপি নির্বাচিত হলে দলে কোন চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ থাকবে না বলে হুঁশিয়ারি তিনি।
দীর্ঘ ১৮ বছর পর সোমবার (২৫ নভেম্বর) দুপুরে বাগেরহাট সদরের দেপাড়া এলাকায় নিজের হাতে গড়া বেলায়েত হোসেন ডিগ্রী কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
তিনি বলেন, শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের হামলা, মামলা ও অত্যাচার নির্যাতন শিকার হয়ে শুধুমাত্র বাগেরহাট জেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে হয়েছিল। ২০০১ সালে নির্বাচনে বাগেরহাট–আসনের এমপি নির্বাচিত হবার পর পাঁচ বছরে যে উন্নয়ন করেছিলাম তা এখনও বাগেরহাটবাসী মনে রেখেছে। আবারও যদি দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হই, তাহলে বাগেরহাটে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা হবে।
তিনি আরও বলেন, আমার বাবার নামে বেলায়েত হোসেন ডিগ্রী কলেজটি পড়াপশুনার দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। খুলনা বিভাগের মধ্যে রেজাল্টে ৮ম স্থান অধিকার করেছে। অথচ গত ১৬ বছরেও সরকারী কোন অনুদান পায়নি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দলে কোন দখলবাজ চাঁদাবাজ, সন্ত্রাস এদের ঠাঁই হবে না। তাই সকলকে সর্তক থাকার জন্য আহ্বান জানান এই নেতা।
১৮ বছর পর বাগেরহাট সদর উপজেলার দেপাড়া এলাকায় নিজের হাতে গড়া বাবার নামে ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়।
বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির নেতা ফকির তারিকুল ইসলাম, এ্যাডভোকেট এসএম সবুরসহ আরও অনেকে। দীর্ঘদিন পর নেতাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন নেতাকর্মীরা।