প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটে সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থায় কর্মরত কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে সংস্থার প্রধান কার্যালয় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।সংস্থার নির্বাহী পরিচালক অধ্যক্ষ ঝিমি মন্ডলের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ আব্দুল কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহেলা পারভিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোকাররম মোঃ ফজলে এলাহী, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, সহ-সভাপতি এস এম রাজ সংস্থার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তি সম য়ে উপস্থিত ছিলেন।
এদিন শতাধিক কর্মীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।