১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:৫৪

বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে শহরের সরুইস্থ জেলা বিএনপির কার্যালয় ৩সহস্রাধিক অসহায়দের মাঝে এই শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম। এসময়, জেলা বিএনপি নেতা শাহেদ আলী রবি, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, যুগ্ন সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এমএ সালাম বলেন, আমরা প্রতিবছর জেলা বিএনপির পক্ষ থেকে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। আজকে ৩ হাজারের বেশি পরিবারকে কম্বল বিতরণ করা হয়েছে।দুই একদিনের মধ্যে কচুয়া ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।

  • শেয়ার করুন