২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:০৫

বাগেরহাটে শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ইসলামী ছাত্র শিবির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শহরের দশানী ট্রাফিক মোড় থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।
শোভাযাত্রায় শিবিরের কর্মীরা ফিলিস্তিনের পতাকা, সংগঠনের ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে অংশ নেন। শোভাযাত্রায় অংশ নিয়ে নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
শোভাযাত্রা শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাগেরহাট জেলা ছাত্র শিবিরের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আহমেদ আব্দুল্লাহ, সাবেক সভাপতি শেখ আরিফ বিল্লাহ প্রমুখ।
বক্তারা ইসলামী ছাত্র শিবিরের ইতিহাস, শিক্ষা ও আদর্শ তুলে ধরেন।
বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি মোর্শেদ আলম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষার্থীদের আদর্শবান মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে। শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও সমাজসেবামূলক কার্যক্রমের ওপর ছাত্রশিবির সবসময় বিশেষ গুরুত্ব দেয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ শোভাযাত্রা ও সমাবেশে শিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন

  • শেয়ার করুন