৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:২৫

শিক্ষার মানোন্নয়নে কেবিকে প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র অধিপরামর্শ সভা

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.শিক্ষার মানোন্নয়নে কেবিকে প্রাথমিক বিদ্যালয়ে এসিজি’র অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), বাগেরহাট এর অনুপ্রেরণায় গঠিত অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র আয়োজনে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে বাগেরহাট সদরের ১১২নং কেবিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের  প্রধান শিক্ষক মোসা: মরিয়াম খাতুনের সভাপতিত্বে  টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর শেখ বশির আহমেদ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন এসিজি সমন্বয়কারী মো: জাকারিয়া শেখ। অন্যান্যদের মধ্য বক্তব্য দেন সহকারি শিক্ষক নাজমা খাতুন, নন্দিতা দাস, মনিরা খানম, এসিজি সহ-সমন্বয়কারী সীমা রানী দাস, কাজল দাস, সদস্য শেখ বুলবুল আহম্মেদ, আব্দুল্লাহ আল মামুন, দীপ্তি রানী দাস প্রমুখ।
অধিপরামর্শ সভায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন দিক ও শিক্ষার মানোন্নয়নে করণীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নতুন স্কুল ভবন ও ওয়াশব্লক নির্মাণ, শিক্ষক সংকট দুরীকরণে পদক্ষেপ গ্রহণ, স্কুল অভ্যন্তরে প্রাইভেট না পড়ানো, দপ্তরী নিয়োগ, বার্ষিক খেলাধুলা ও বনভোজন আয়োজন ইত্যাদি। প্রধান শিক্ষক তাঁর বক্তব্যে বলেন, নতুন স্কুল ভবনের কাজ চলমান। স্কুল ভবনের পর ওয়াশব্লকের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা রয়েছে। শিক্ষক সংকট রয়েছে। তিনি শিক্ষার মানোন্নয়নে এলাকাবাসীসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেন।

  • শেয়ার করুন