প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস) করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে বাগেরহাটের নার্সিং শিক্ষার্থীরা।
শনিবার (২৭এপ্রিল) সকালে বাগেরহাট জেলা হাসপাতালের সামনে সকাল ৯ টা থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে বাগেরহাট নার্সিং ইনস্টিটিউট ও নার্গিস মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউটের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
এসময় বক্তব্য দেন, নার্সিং শিক্ষার্থী কুতুব উদ্দিন, মাসাদুর রহমান, শাওন বিশ্বাস, নুসরাত জাহান ও শংকরী বিশ্বাসসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা জানান,এইচএসসি পাশ করার পর মেধাবী শিক্ষার্থীরা নার্সিং পড়ার সুযোগ পায়। এইচএসসি শেষ করার পর তিন বৎসর ইংলিশ মিডিয়ামে পড়ালেখা করে আবারও সেই এইচএসসির সমমান সার্টিফিকেট দেওয়া হয়। নার্সিং শিক্ষার্থীদের ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিড ওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান মর্যাদা দেওয়া হোক। যতদিন পর্যন্ত দাবি মানা না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।
বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন বাগেরহাট জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে।