প্রকাশিত: মে ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. খুলনায় আগামী ১৬ ও ১৭ মে অনুষ্ঠিতব্য “শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা” শীর্ষক সেমিনার এবং “তারুন্যের রাজনৈতিক অধিকার-প্রতিষ্ঠার সমাবেশ”-কে সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৫ মে) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা যুব দলের সাবেক সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আব্দুল্লাহ, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজনসহ যুবদলের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারুণ্যের বড় চ্যালেঞ্জ। বেকারত্ব, সুষ্ঠু শিক্ষাব্যবস্থা এবং প্রাথমিক স্বাস্থ্যসেবায় তরুণরা পিছিয়ে আছে। এ অবস্থার পরিবর্তনে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা ছাড়া তারুণ্যের শক্তি কাঙ্ক্ষিত ফল দিতে পারে না। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে তরুণদের ঐক্যবদ্ধ রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।এই প্রস্তুতি সভায় জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন থেকে আগত যুব দলের নেতাকর্মী ও সাধারণ তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। খুলনায় আগামী ১৬ ও ১৭ মে অনুষ্ঠিতব্য কর্মসূচি দুটি সফল করার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।