৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১০:২৪

টানা বৃষ্টিতে বাগেরহাট শহর জলমগ্ন, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. টানা বৃষ্টিতে ডুবে গেছে বাগেরহাট শহরের সড়ক থেকে গলি বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠান। হাঁটুপানি জমে শহরের অধিকাংশ এলাকা। দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন।পানিবন্দি হয়ে পড়েছেন হাজার ও  মানুষ।রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলো।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, শহরের খানজাহান আলী রোড, রেল রোড, সাধনার মোড়, শালতলা, পিটিআই মোড়, খারদার স্কুল রোড, জেলা হাসপাতাল মোড়, জেলা ডাকঘরের সামনে, বাসাবাটি, মিঠাপুকুরপাড় মোড়, পৌরসভার পাশের এলাকা, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয় সড়ক, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পিছনসহ অনেক জায়গায় হাঁটুপানি জমে আছে।এছাড়া, অনেক দোকান ও বাসাবাড়িতে পানি উঠে গেছে। রাস্তা-ঘাটে পানি জমে থাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সবচেয়ে ভোগান্তিতে পড়েছেন দিনমজুর, রিকশাচালক ও খেটে খাওয়া সাধারণ মানুষ।

রিকশাচালক মো. শাহিন বলেন, সকাল থেকে এখন ১২টা বাজে, ৫০ টাকাও ইনকাম হয়নি। পানিতে রিকশা চালানো যাচ্ছে না। যাত্রীও কম।শহরের বাসিন্দা গৃহবধূ জেসমিন আক্তার বলেন, বাড়ির ভেতরে পানি উঠে গেছে। চুলায় আগুন ধরানো যাচ্ছে না। ছোট ছেলেটা পানিতে সর্দি-জ্বরে ভুগছে।

ব্যবসায়ী ফিরোজ শেখ জানান, দোকানে পানি উঠে গেছে। কষ্ট করে মালামাল সরিয়ে রেখেছি। বিক্রি নেই, লোকসান গুনছি।শুধু শহরেই নয়, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ, শরণখোলা, মোংলা, রামপাল ও কচুয়ার নিম্নাঞ্চলেও জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। এসব এলাকার অনেক ঘের পানিতে তলিয়ে গেছে।বেরিয়ে গেছে মাছ।

এবিষয়ে বাগেরহাট পৌরসভার প্রশাসক ডা. ফখরুল হাসান বলেন, পৌর শহরে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান রয়েছে, দৃশ্যমান হলে জনভোগান্তি কমবে। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পনা হাতে নেয়া হচ্ছে।

  • শেয়ার করুন