৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১২:৫০

রামপালে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস, কৃষির উন্নয়নে নতুন মাত্রা

প্রকাশিত: জুলাই ৮, ২০২৫

  • শেয়ার করুন
এম, এ সবুর রানা, রামপাল (বাগেরহাট). রামপালে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। এগ্রিকালচারাল গ্রোথ এক্সিলারেশন অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউ জেনারেশন” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের উদ্দোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (৮ জুলাই) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত এ কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি বাগেরহাটের উপপরিচালক কৃষিবিদ মো. মোতাহার হোসেন, খামারবাড়ি খুলনার সিনিয়র মনিটরিং অফিসার মো. মোসাদ্দেক হোসেন,  রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার অলিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, সমবায় কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, সিনিয়র সহসভাপতি মোতাহার মল্লিক, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান, কৃষক এহেতেশাম আলম মুন্সি, আ. সালাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “পাটনার ফিল্ড স্কুল কৃষকদের মধ্যে আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিতে কার্যকর একটি প্ল্যাটফর্ম এটি। কৃষকের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বাজারমুখী উৎপাদন পদ্ধতি শেখানোই এর মূল লক্ষ্য।”
এ আয়োজনের মূল লক্ষ্য ছিল মাঠ পর্যায়ের কৃষকদের বাস্তব অভিজ্ঞতা বিনিময়, সফল চাষাবাদের কৌশল এবং উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অংশগ্রহণকারী কৃষকদের উপস্থাপনায় উঠে আসে ফসল উৎপাদনে আধুনিক পদ্ধতির সুফল, কীটনাশক ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং স্থানীয় বাজারে কৃষিপণ্য বিপণনের অভিজ্ঞতা।
উল্লেখ্য, এই কংগ্রেসটি ওয়ার্ল্ড ব্যাংক, আইএফএডি ও বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্যাটার প্রকল্পের অংশ যা দেশের ৪০ টি উপজেলায় কৃষি উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।
  • শেয়ার করুন