প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিংড়ি গবেষণা কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২৪ জুলাই) সকালে চিংড়ি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে সম্পদের মৎস্য সম্পদের সুদক্ষ সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মত বিনিময়ে সভায় প্রধান অতিথি ছিলেন চিংড়ি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হারুনা রশিদ।
মত বিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা এ এস এম রাসেল এর সভাপতিতে বক্তব্য দেন চিংড়ি গবেষণা কেন্দ্রের উধ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা রাকিবুল হাসান, প্রেসক্লাবের সভাপতি নীহারঞ্জন সাহা, সদর উপজেলার মৎস্য কর্মকর্তা ফেরদৌস আনসারি, চিংড়ি চাষী সমিতির সভাপতি ফকির মহিতুল ইসলাম সুমন, সাংবাদিক আলী আকবর টুটুলসহ আরও অনেকে।
সভায় বক্তারা জানান, মৎস্য সম্পদ রক্ষায় ও মাছের প্রজনন বৃদ্ধিতে সকলের সম্মানিত উদ্যোগ প্রয়োজন। সনাতন পদ্ধতি থেকে বেরিয়ে এসে আধুনিক পদ্ধতিতে মৎস্য চাষে এগিয়ে আসতে হবে। গত বছরের তুলনায় এ বছর মৎসর উৎপাদন যে হারে বাড়ছে তা সামান্য, আগামীতে এই মৎস্য চাষ বাড়াতে হলে এই আধুনিক পদ্ধতির কোন বিকল্প নেই।