২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:১৯

মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধে নারীসহ আহত ১০

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুই নারীসহ উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। রবিবার বেলা ১০টার দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামে বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদার ও নাছির শিকদারের লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিবাদমান জমিতে মাটি কাটা নিয়ে নাছির শিকদার ও বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস শিকদারের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭ জনকে বেলা ১২টার দিকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হচ্ছেন, পলাশ শিকদার (৩৫), নাজমুল শেখ(২৩), আলতাফ জজ(৫০), রিনা বেগম(৩০), মাসুমা বেগম(৪০), জাহিদুল শিকদার(৩৫) ও নাছির শিকদার(৫৫)। অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন বলেন, জিউধরায় মারপিটের ঘটনা শুনেছি। এখনও কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

  • শেয়ার করুন