১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:১০

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট: শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন

প্রকাশিত: জুন ১৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট

বাগেরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট এর জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে বাগেরহাট সদর উপজেলার বেলায়েত হোসেন ডিগ্রি কলেজকে ২-১ গোলে হারিয়ে শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সদর উপজেলার শ্রীঘাট এলাকার খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাছে নগদ টাকা ও ট্রফি বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এসময়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজ আল আসাদ, খুলনা বিভাগীয় শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক তালুকদার, বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা ক্রিড়া অফিসার হুসাইন আহমাদ, বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুসহ খেলোয়ার, টিম ম্যানেজার ও দুই কলেজের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জেলা পর্যায়ের এই টুর্নামেন্টে ৫ গোল করে সেরা খেলোয়ার হয়েছেন শরণখোলা ডিগ্রি কলেজের পিয়াল, ফাইনাল ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের পলাশ মাঝি।

  • শেয়ার করুন