৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,ভোর ৫:১১

দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় কর্মচারীরা

প্রকাশিত: মে ৪, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. দুই দফা দাবিতে সোমবার (৫ মে) সুপ্রিম কোর্ট ছাড়া দেশের সব আদালতে দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। রোববার (৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন।অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন অধস্তন আদালতের কর্মচারীরা।

 

  • শেয়ার করুন