২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,ভোর ৫:৪০

বাগেরহাটসহ সারাদেশের পাউবোর ৮০ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী  

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটসহ সারাদেশের পানি উন্নয়ন বোর্ডের(পাউবোর)৮০প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৬ অক্টোবর)সকাল ১০ টায় ভিডিওকনফারেন্সের মাধ্যমে  পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করবেন।৮০টি উন্নয়ন প্রকল্পের ও পুনঃখননকৃত ৪৩০টি খাল ছোট নদী এবং২০টি অনুমোদিত নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, জেলায় ৮৩টি নদী ও খাল পুনঃখনন এবং মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নব্যতা বৃদ্ধি প্রকল্প, জেলার পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নং-৩৬/১ এর পুনর্বাসন প্রকল্প,মোংলা উপজেলায় বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার নিজ স্বপ্রতিষ্ঠানএলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরী ও তৎসংলগ্ন এলাকা পশুর নদীর বাম তীরের ভাঙ্গন থেকে রক্ষা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ৩টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের সব প্রস্তুতি নেয়া হয়েছে।

  • শেয়ার করুন