প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাটসহ সারাদেশের পানি উন্নয়ন বোর্ডের(পাউবোর)৮০প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১৬ অক্টোবর)সকাল ১০ টায় ভিডিওকনফারেন্সের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করবেন।৮০টি উন্নয়ন প্রকল্পের ও পুনঃখননকৃত ৪৩০টি খাল ছোট নদী এবং২০টি অনুমোদিত নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, জেলায় ৮৩টি নদী ও খাল পুনঃখনন এবং মংলা-ঘষিয়াখালী চ্যানেলের নব্যতা বৃদ্ধি প্রকল্প, জেলার পানি উন্নয়ন বোর্ডের পোল্ডার নং-৩৬/১ এর পুনর্বাসন প্রকল্প,মোংলা উপজেলায় বাংলাদেশ সেনাকল্যাণ সংস্থার নিজ স্বপ্রতিষ্ঠানএলিফ্যান্ট ব্রান্ড সিমেন্ট ফ্যাক্টরী ও তৎসংলগ্ন এলাকা পশুর নদীর বাম তীরের ভাঙ্গন থেকে রক্ষা প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই ৩টি সমাপ্তকৃত উন্নয়ন প্রকল্পের সব প্রস্তুতি নেয়া হয়েছে।