১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৪:১২

বাগেরহাটে অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরা মালিক সমিতি মানববন্ধন

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. সারা দেশের মতো বাগেরহাটে ও রেস্তোরা মালিক সমিতি অতিরিক্ত কর প্রত্যাহারের দাবিতে  মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ১১ টায় প্রেসক্লাবের সামনে মালিক সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারীরা অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য দেন, বাগেরহাট জেলা শাখার রেস্তোরা মালিক সমিতির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক অরূপ সাহা, সদস্য নাসির উদ্দিন, হাসিবুর রহমান সহ আরো অনেকে।

তাদের দাবি, বর্তমান সরকার ৫% থেকে বৃদ্ধি করে ১৫% পর্যন্ত কর আরোপ করেছেন যা বর্তমান দ্রব্য মূল্য উর্ধ্বগতির কারণে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাই দ্রুত অতিরিক্ত কর প্রত্যাহারের দাবি জানান তারা।

  • শেয়ার করুন