প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫
নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে ডিজিটাল বাগেরহাটের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য দেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুল, ডিজিটাল বাগেরহাট এর স্বত্বাধিকারী শামসুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ, রক্তদাতা সংগঠন আলোর পথের প্রতিষ্ঠাতা মো: আবুবকর সিদ্দিক, নারী নেত্রী আম্বিয়া খাতুন, দেশ টিভির জেলা প্রতিনিধি এস এস সোহানসহ আরও অনেকে।
বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থার কারণে খুলনা বরিশাল ও ঢাকা বিভাগের মানুষজন সহজে বাগেরহাটে যাতায়াত করতে পারে। এ কারণে দক্ষিণাঞ্চলের এই জেলায় চীনের প্রস্তাবিত ১০০০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি বাগেরহাটে স্থাপন করা হলে তিন বিভাগের মানুষ সহজে সেবা গ্রহণ করতে পারবে।