৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১১:২৯

বাগেরহাটে ছাত্রদলের মাসব্যাপী ইফতার বিতরণ শুরু

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেক. সারাদিন রোজা থাকার পরেও পেটের টানে রিকশা নিয়ে বের হইছি। ইফতারি নিয়ে কিছুটা চিন্তা ছিল। সময়র কিছুক্ষণ আগে ইফতারের প্যাকেট পেয়ে সত্যিই ভালো লাগছে। এরা যদি পুরো রমজান মাস এভাবে ইফতার বিতরণ করে, তাহলে অনেক মানুষ উপকৃত হবে।

রোববার (০২ মার্চ) বিকেলে বাগেরহাট শহরের সাধনার মোড় এলাকাশ ছাত্রদলের পক্ষ থেকে বিনামূল্যে ইফতার সামগ্রী পেয়ে এভাবে নিজের অভিব্যক্তি প্রকাশ করছিলেন রিকশাচালক মোহাম্মদ খোকন।শুধু মোহাম্মদ খোকন নয়, বিনামূল্যে ইফতারির প্যাকেট পেয়ে   খুশি সাধারণ পথচারীরাও। জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিতরন করা ইপতারির প্যাকেটে রয়েছে মুড়ি, ছোলা,  খেজুর, বেগুনি, আলুর চপসহ রয়েছে ৮ ধরনের খাবার।সাধনার মোড় এলাকায় ইফতার বিতরণ কর্মসূচিতে ছাত্রদল নেতা শেখ আল মামুনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার পেয়ে খুশি রহিৃ নামের এক পথচারী বলেন, “আমি দূর থেকে কাজ সেরে ফিরছিলাম, হঠাৎ দেখলাম ছাত্রদল ইফতার দিচ্ছে। আমিও নিয়ে নিলাম। খুব ভালো লাগছে যে, রাজনৈতিক সংগঠনগুলো সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে।ছাত্রদল নেতা শেখ আল মামুন বলেন, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের নির্দেশে এই কর্মসূচি পালন করছি। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সর্বদা সবসময় পাশে থাকার জন্য তাই আমরা এই কর্মসূচি পুরো মাস ব্যাপী পালন করব।  আমরা চাই, অভাবী ও পথচারী মানুষ যেন অন্তত ইফতার সময়ে তৃপ্তির সঙ্গে কিছু খেতে পারেন।

  • শেয়ার করুন