৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১২:৫০

বাগেরহাটে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে নানা আয়োজনে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে রোববার (১ডিসেম্বর) সকালে নিসচার বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আদালতের সামনের সড়কে গাড়িচালক, যাত্রী, পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এদিন বেলা সাড়ে ১১ টার দিকে  জেলা প্রশাসকের কাযালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই-এর বাগেরহাট জেলার শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এসময় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস, বাগেরহাট ট্রাফিক ইন্সপেক্টর সালাউদ্দিন, নিরাপদ সড়ক চাইয়ের সহ সাধারণ সম্পাদক এইচ এম মইনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোল্লা মাসুদুল হক, আবুবক্কর সিদ্দিক, মাহমুদুল, মনিরুল ইসলাম,

সমাবেশে বক্তারা বলেন, দেশব্যাপী সড়ক দুর্ঘটনা নিরসনে সামাজিক সচেতনতা সৃষ্টির প্রয়োজনে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে ১৯৯৩ সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে পহেলা ডিসেম্বর গঠিত হয় ‘নিরাপদ সড়ক চাই(নিসচা) নামে একটি সংগঠন। নিরাপদ সড়ক চাই প্রতিষ্ঠার এ ৩১ বছরের মধ্যে জনকল্যাণমুখী সংগঠন হিসেবে তার ব্যাপক কর্মতৎপরতায় দেশের সীমানা ছাড়িয়ে ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যায়েও পেয়ে গেছে যথেষ্ট পরিচিতি।

নিরাপদ সড়ক চাই এখন একটি সফল সামাজিক আন্দোলনের নাম। সড়ক দুর্ঘটনারোধে রাস্তায় ফিটনেসবিহীন গাড়ি চলাচল করা যাবে না। গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই মোবাইল ফোন বন্ধ রাখতে হবে। যাত্রীরাও সচেতন হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে জানান বক্তারা। #

 

 

  • শেয়ার করুন