২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:৪২

বাগেরহাটে  প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে ৪৮ জন অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ২৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার(১৯ সেপ্টেম্বর) দুপুরে অসহায় ও দুস্থ্যদের মাঝে এ অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়।

এসময় অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেন,  কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি বদিউজ্জামান সোহাগ,বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের একান্ত সচিব এইচ,এম শাহিন, জেলা যুবলীগের সাধারন সম্পাদক মীর জায়েসী আসরাফি জেমসসহ দলীয় নেতাকর্মীরা।

এসময় বাগেরহাট ও কচুয়া এলাকার দুরারোগে আক্রান্ত ও অসহায়রা অনুদান পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ তন্ময়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে বিকেলে সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলা পরিষদের দিঘিতে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাসেদুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা এসএস রাসেল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা্ মো. ফেরদাউস আনসারী।

 

  • শেয়ার করুন