১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১:০৭

বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসা পেলেন দুই শতাধিক রোগী

প্রকাশিত: জুন ২১, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের চিতলমারী উপজেলায় বিনামূল্যে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২১ জুন) চরবানিয়ারী ইউনিয়ন পরিষদে পিকেএসএফের সহায়তায় কোডেক সম্মৃদ্ধি কর্মসূচির উদ্যোগে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। দিনব্যাপি এই ক্যাম্পে একজন অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করেন।
বাড়ির পাশে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। বিনামূল্যে চিকিৎসা সেবা নেওয়া অঞ্জলী রানী রায় বলেন, বাড়ি পাশের ইউনিয়ন পরিষদে হাড়ের ডাক্তার এসেছে। অনেকদিন ধরে হাটু ও কোমরে ব্যাথা ছিল, তাই আসলাম। অনেকক্ষন ধরে ডাক্তার দেখলেন। বাড়ির পাশে এমন ক্যাম্প হওয়ায় আমাদের জন্য খুব উপকারী হয়েছে।
বৃদ্ধ রবিন্দ্রনাথ বৈরাগী বলেন, গ্রামে ভাল ডাক্তার পাওয়া অনেক কষ্টের। ফার্মেসীর উপর নির্ভর করতে হয় আমাদের। আজকে এখানে বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। গ্রামের অনেকেই এক সাথে ডাক্তার দেখালাম। কোন প্রকার টাকা ছাড়াই ডাক্তার ভাল ভাল দেখলেন। মাঝে মাঝে এ ধরণের ক্যাম্প হলে গ্রামের মানুষরা খুব উপকার হয়
কোডেক সম্মৃদ্ধি কর্মসূচির চিতলমারী উপজেলা সমন্বয়কারী আসগর হায়দার বলেন, দুইজন চিকিৎসক দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান করেনছেন। আমরা দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতে সক্ষম হয়েছি। প্রতি তিন মাস পরপর, আমরা এধরণের ক্যাম্পের আয়োজন করি। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান

  • শেয়ার করুন