৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ৮:১৬

বাগেরহাটে যুব কল্যাণ তহবিলের চেক বিতরণ

প্রকাশিত: জুন ২০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব কল্যাণ তহবিল থেকে চলতি বছরের জন্য নির্বাচিত ২৮টি যুব সংগঠনকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংগঠনগুলোর হাতে ১৪ লাখ ২৫ হাজার টাকার তুলে দেওয়া হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের উপপরিচালক মো. আব্দুল কাদের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

২০২৩-২০২৪ অর্থবছরের জন্য নির্বাচিত জেলার ২৮টি যুব সংগঠনকে প্রকল্পভিত্তিক ওই অনুদান প্রদান করা হয় বলে জানিয়েছে অধিদপ্তর।

 

  • শেয়ার করুন