১৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ৯:৫৩

বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন কর্মশালা

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে যুবকদের রাজনৈতিক ক্ষমতায়ন কর্মশালা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের দশানীস্থ ধানসিড়ি অডিটোরিয়ামে  দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ এর স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল এর সহযোগিতায় এবংবেসরকারী উন্নয়ন সংস্থা ওয়াদার বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দি হাই কমিশন অফ কানাডা টু বাংলাদেশ ফাস্ট সেক্রেটারী মার্কুস ডেভিস।

প্রকল্প বাস্তবায়নকরী সংস্থা ওয়াদার চেয়ারম্যান এন্ড সিইও নিলুফা আক্তার ইতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক  এস.এম রফিকুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো:কামরুজ্জামান, প্রজেক্ট অর্ডিনেটর সামিয়া করিম, প্রজেক্ট কো-অর্ডিনেটর মো:আল-আমীন সরদার,ওয়াদাট্রেনিং ফ্যাসিলিটিটর ফয়সাল হাওলাদারসহ আরও অনেকে। কর্মশালায় ৩৫ জন ইয়ুথ সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষনে স্বচ্ছতা, জবাবদিহীতা, সুশাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা ও রাজনৈতিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করা হয়।

  • শেয়ার করুন