৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ১০:১৮

বাগেরহাটে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

প্রকাশিত: মার্চ ১, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. পবিত্র মাহে রমজানের আগমনে বাগেরহাটে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে শহরের পুরাতন কোর্ট মসজিদ এলাকা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে একটি র‌্যালী বের করা হয়।শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র‌্যালীটি কোর্ট মসজিদ এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা রেজাউল করিম, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইউনুস, জেলা যুব বিভাগের প্রধান মনজুরুল হক রাহাত, এ্যাড. মোস্তাইন বিল্লাহ, ডাক্তার মোঃ ফেরদাউস, মাওলানা শামীম হাসান, তাজমুল হোসেন।

বক্তারা পবিত্র রমজন মাসে দ্রব্যমুল্য সহনশীল রাখা ও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও পৌরসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ইসলামী সংগঠনের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

 

  • শেয়ার করুন