১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ২:৫০

বাগেরহাটে হরিণের মাংসসহ ৬ দর্শনার্থী আটক

প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোংলায় হরিণের মাংসসহ ৬ দর্শনার্থীকে আটক করেছে বনবিভাগ  কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে মোংলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় থেকে এদের আটক করা হয়।এদের মধ্যে  দুই নারী রয়েছেন।

আটককৃতরা হলেন, ঢাকার কেরানীগঞ্জ এলাকার চার কাপড় ব্যবসায়ী মো. রবিন, তাইজুল ইসলাম,সোহেল হোসেন, সাইফুল ইসলাম। এছাড়া দুই নারী হলেন, মুক্তা ও কল্পনা  ।

সুন্দরবনের চাদপাই রেঞ্জের ঢাংমারী ষ্টেশন কর্মকর্তা সুরঞ্জিত বলেন, দুই নারীসহ ৬ জন লাউডোব রিসোর্টে আসে। সেখান থেকে মঙ্গলবার সুন্দরবনের করমজল ও হাড়বারিয়া এলাকা ঘুরে আসেন। এসময় তারা ১১ কেজি হরিনের মাংস ক্রয় করে মাইক্রোযোগে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগ কোস্টগার্ড পশ্চিম জনের সদস্যরা মাইক্রো তল্লাশী চালিয়ে ১১ কেজি হরিণের মাংসসহ তাদের আটক করা হয়।

তিনি বলেন, আটককৃতদের বিরুদ্ধে বন আইনে মামলা দয়ের করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) দুপুরে জব্দকৃত অবৈধ হরিণের মাংস, মাইক্রোবাস এবং আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

  • শেয়ার করুন