২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:২৬

মোল্লাহাটে  তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৫

  • শেয়ার করুন

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি. বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপুর সৌজন্য গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ শীতবস্ত্র বিতরণ করা।এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু বলেন, বিএনপি হচ্ছে গণমানুষের দল, দেশের উন্নয়ন ও মানুষের শান্তি তথা সার্বিক কল্যাণে কাজ করে।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক শেখ শাহেদ আলী ও রিয়াজুল ইসলাম মিয়া, যুবদলের সাবেক সভাপতি একরামুল হক সাবু, যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, যুবদল নেতা মাইনুল শরীফ, রিপন শেখ ফোরকান, শ্রমিক দলের সভাপতি মনিরুল মোল্লা, মামুন মোল্লা, মেহরাব হোসেন, সবুর  শিকদার, রেজা আলামিন প্রমুখ।

  • শেয়ার করুন