২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:২০

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের বেলায়েত হোসেন ডিগ্রি কলেজ  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমাবার (২জানুয়ারি) বিকালে কলেজ অডিটরিয়ামে এক মনোজ্ঞ আলোচনা সভা, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর হোসেন, এবং বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোঃ হাসিবুর রহমান। অনুষ্ঠানে আরওবক্তব্য দেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান, সহকারী অধ্যাপক  মোঃ খসরুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান, জ্যেষ্ঠ প্রভাষক কামরুন নাহার, সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান নার্গিস আক্তার, জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম রসুল তরফদার, এবং কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ কুদ্দুস হাওলাদার ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক ও দেশের জন্য তার অবদানের ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের শেষে কেক কেটে শহীদ রাষ্ট্রপতির আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল করা হয়।#

  • শেয়ার করুন