২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৪:২৫

সৈয়দ ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের ঈদ বস্ত্র-সামগ্রী ও হুইল চেয়ার বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪

  • শেয়ার করুন

খুলনা অফিস:  আলহাজ্ব সৈয়দ ইমাম হাসান বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লিমিটেড এর সৌজন্যে ১ হাজার ৬শ’ মানুষের মাঝে ঈদ বস্ত্র ও ঈদ সামগ্রী (শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, সেমাই ও চিনি) বিতরণ করা হয়। এছাড়া এবার ৪ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়।
শুক্রবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগরীর বয়রার আন্দিরঘাটস্থ মরহুম ইমাম হাসান বাচ্চুর নিজস্ব বাসভবনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন কেএমপি কমিশনার মো: মোজাম্মেল হক, বিপিএম-বার, পিপিএম-সেবা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মরহুম ইমাম হাসান বাচ্চুর সহধর্মিনী নাসিমা হাসান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সুন্দরবন আবাসিক প্রকল্প এন্ড বিল্ডার্স লিমিটেড এর সিইও সৈয়দ ইসতিয়াক হাসান তানভির।
এসময় উপস্থিত ছিলেন, কেসিসি’র সংরক্ষিত কাউন্সিলর রোজি ইসলাম নদী, কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো: ইমদাদুল হক, সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো: আবু নাসের আল-আমিন, নাসের, হরিণটানা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম, সোনাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো: ওয়াহিদুজ্জামান, সৈয়দ ইফাদ হাসানসহ স্থানীয় আরও অনেকে।

  • শেয়ার করুন