২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:১৩

স্যাটেলাইট ট্রান্সমিটারযুক্ত কুমির এখন পানগুছি নদীতে

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪

  • শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক. সুন্দরবনের স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো সেই দলছুট কুমিরটি পিরোজপুরের বিভিন্ন এলাকা ঘুরে আবারো বাগেরহাটের পানগুছি নদীতে ফিরেছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলার পানগুছি নদীতে কুমিরটির সর্বশেষ অবস্থান সনাক্ত করেন বিশেষজ্ঞরা।
এর আগে লবণ পানির কুমিরের আচরণ ও গতিবিধি গবেষণার জন্য সুন্দরবনের হারবাড়িয়া পয়েন্টে ১৩ মার্চ দুটি ও ১৬ মার্চ দুটি কুমিরের পিঠে স্যাটেলাইট ট্যাগ বসিয়ে অবমুক্ত করা হয়েছিল। এর মধ্যে তিনটি কুমির সুন্দরবনের অভ্যন্তরে ঘোরাঘুরি করলেও একটি বের হয়ে পিরোজপুরের তুষখালী নদীতে চলে যায়। সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের তত্ত্বাবধায়ক হাওলাদার আজাদ কবির বিষয়টি
নিশ্চিত করে বলেন, স্যাটেলাইট ট্রান্সমিটার বসানো চারটি কুমিরের মধ্যে তিনটি কুমির সুন্দরবন এলাকায় অবস্থান করছে। একটি কুমির সুন্দরবন থেকে বের হয়ে বহু পথ ঘুরে এখন মোরেলগঞ্জের পানগুছি নদীতে অবস্থান করছে। স্যাটেলাইট তথ্য অনুযায়ী কুমিরটি কচা নদী, পানগুছি নদী ও বলেস্বর নদীর মোহনার কাছাকাছি ঘোরাফেরা করছে। এটি নিজের জন্য নিরাপদ পরিবেশ খুঁজতেই হয়তো সুন্দরবন থেকে বের হয়ে বিভিন্ন নদ-নদীতে ঘুরে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা নিয়মিত কুমির গুলির গতিবিধির ওপর দৃষ্টি রাখছেন।#
  • শেয়ার করুন