৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৩৮

এবছর হজ করতে গিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: জুলাই ৯, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: হজ করতে সৌদি আরবে গিয়ে আরও এক নারীর মৃত্যু হয়েছে।  গত শুক্রবার ফাতেমা বেগম নামে ৫৩ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়েছে।  রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে জানানো হয়, তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য থেকে জানা গেছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ পুরুষ এবং ২২ জন নারী রয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, আরাফায় ২জন, জেদ্দায় ১ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন। আগামী ২ আগস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলমান থাকবে।

  • শেয়ার করুন