১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১০:২০

বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক.  বাগেরহাটে বর্নাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে রবিবার (২৮ এপ্রিল) সকালে জেলা জজ আদালত চত্বরে বেলুন উড়িয়ে দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে “স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে আদালত চত্বর থেকে একটি বাদ্য বাজিয়ে একটি শোভাযাত্র্রা বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়কের একাংশ ঘুরে শোভাযাত্র্রাটি পুনরায় আদালত চত্বরে এসে শেষ।
শোভাযাত্রায় ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোঃ নুর নবী, জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন, পুলিশ সুপার আবুল হাসনাত খান, সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন, জেলা আইনজীবি সমিতির সভাপতি ড. একে আজাদ ফিরোজ টিপুসহ আইনজীবী  সদস্য ও আইনজীবি সহকারি সমিতির সদস্য সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহন করেন।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

  • শেয়ার করুন