১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সন্ধ্যা ৭:২০

বাগেরহাটে মাস্টার আশরাফ স্মৃতি  ফাউন্ডেশনের দ্বি- বার্ষিক সম্মেলন

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলার রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবীণ  শিক্ষক শেখ আশরাফ উদ্দিনের নামে প্রতিষ্ঠিত মাস্টার আশরাফ স্মৃতি  ফাউন্ডেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বাগেরহাট প্রেসক্লাব ভবনের  তৃতীয় তলায় হোটেল ভূমিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের  সভাপতি শেখ আলী আহমেদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের বিশিষ্ট  শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন বাগেরহাট শহরের সর্বশ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক আশরাফ স্যার তার ৪৭ বছরের শিক্ষকতায় অসংখ্য গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের অর্থ দিয়ে এবং নিজের বাসায় রেখে লেখাপড়া শিখিয়েছেন। গুনি এই শিক্ষক  আমাদের মাঝ থেকে প্রায় ২৫ বছর আগে বিদায় নিয়ে পরপারে চলে গেছেন  । তবে তার কর্মকাণ্ড ধরে রাখতে স্যারের বড় ছেলে শেখ আলী আহমদ নিজের প্রভিডেন্ট ফান্ড পরিবারের সদস্যদের অর্জিত অর্থ দিয়ে  গত দুই বছর ধরে জেলার অসহায় গরীব, মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখার জন্য আর্থিকভাবে সহায়তা করে আসছে। যা সমাজে বিরল। কোন প্রচার-প্রচারণা ছাড়াই এ কাজটি করে আসছে তারা। আমি বাগেরহাটের শ্রদ্ধেয় স্যার মাস্টার আশরাফ স্মৃতি  ফাউন্ডেশনের নির্বাহী  সদস্য হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।

সম্মেলনে ফাউন্ডেশনের বর্তমান কর্মকাণ্ড ও বিগত দুই  বছরের আয় ব্যায়ের হিসাব  উপস্থাপন করেন ফাউন্ডেশন এর  সদস্য সচিব শেখ মোহাম্মদ আতিয়ার  রহমান, দিনব্যাপী  আয়োজিত সম্মেলনে  অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাটের কবি ও সাহিত্যিক ইকবাল হোসেন লাভলু, বাগেরহাট গার্মেন্টস মালিক সমিতির সম্পাদক জগলুল হায়দার জাকির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রোটারিয়ান শেখ আব্দুল্লাহ, মরহুম আশরাফ স্যারের ছোট ছেলে  বাগেরহাটের  সিনিয়র সাংবাদিক শওকত আলী বাবু, ফাউন্ডেশনের কোষাধক্ষ নাট্যকর্মী মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

  • শেয়ার করুন