১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১১:৫৩

বাগেরহাট জেলা স্কাউটস ও জেলা রোভার কমিটির সাথে  নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

প্রকাশিত: আগস্ট ২, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাট জেলা স্কাউটস ও জেলা রোভার এর কার্যনির্বাহী কমিটির সভা সাথে  নবাগত জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাগেরহাট জেলা স্কাউটস ও জেলা রোভারের সভাপতি মোহাঃ খালিদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান, বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের পরিচালক ও আঞ্চলিক সম্পাদক আবুল খায়ের সহকারী পরিচালক জামাল উদ্দিন, সহ-সভাপতি শেখ হায়দার আলী বাবু, বাগেরহাট জেলা রোভারের সহ- সভাপতি প্রফেসর শেখ বুলবুল কবীর, ভারপ্রাপ্ত কমিশনার রেবেকা সুলতানা, সম্পাদক মোঃ জাকির হোসেন, জেলা স্কাউটস এর কমিশনার মোঃ আসাদুল কবীর, সম্পাদক মোঃ আকরাম হোসেন সহ জেলা স্কাউটস এবং জেলা রোভারের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

সভায় স্কাউটস আন্দোলনকে আরো গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়। পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ স্কাউটস এর ঘোষিত প্রতিটি সদস্যকে দুইটি করে গাছের চারা রোপণ করতে হবে। এই কর্মসূচির মাধ্যমে সারাদেশে ৫০ লক্ষ গাছের চারা রোপনের কর্মসূচি নেওয়া হয়েছে। বৃক্ষ রোপনের অংশ হিসেবে বাগেরহাট জেলায় ১ লক্ষ ১০ হাজার গাছের চারা রোপন কর্মসূচি শতভাগ সফল ও সার্থক করার নির্দেশনা প্রদান করা হয়। একই সাথে ডেঙ্গু প্রতিরোধে প্রচার প্রচারণা ও সতর্ক করণ কর্মসূচিও গ্রহণ করা হয়। বাগেরহাট জেলা স্কাউট ও জেলা রোভার এর আয়োজন করে।

 

 

  • শেয়ার করুন