৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:১২

মোরেলগঞ্জে নকল করায় দাখিল পরীক্ষার্থী বহিস্কার, কক্ষ প্রত্যাবেক্ষককে অব্যাহতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট দাখিল পরীক্ষা কেন্দ্রে নকল করার অভিযোগে নাবিল হোসেন নামের এক পরীক্ষার্থীকে ২০২৪ সালের সকল পরীক্ষায় বহিস্কার করা হয়েছে। একই সাথে নকলে সহযোগিতা করায় ওই কেন্দ্রের ৫নং কক্ষের দায়িত্বে থাকা কক্ষ প্রত্যাবেক্ষক (পরিদর্শক)সহকারি শিক্ষক শেখ সানুকে আগামী ৫ বছরের জন্য অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন কেন্দ্র সচিব শেখ মোস্তাফিজুর রহমান এই বহিস্কার ও অব্যাহতির আদেশ প্রদান করেন।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষক শেখ সানু উপজেলার বৈলপুর আলিম মাদ্রাসার সহকারি শিক্ষক।

কেন্দ্র সচিব শেখ মোস্তাফিজুর রহমান বলেন, নকল করার অপরাধে এক শিক্ষার্থীকে ২০২৪ সালের সকল পরীক্ষা থেকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে নকলে সহযোগিতার দায়ে শেখ সানু নামের এক কক্ষ প্রত্যাবেক্ষককে ৫ বছরের জন্য পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রদান থেকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অব্যাহতি আগামী ৫ বছর পর্যন্ত বলবত থাকবে।

 

  • শেয়ার করুন