২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:৩৩

কচুয়ায় স্মার্ট কার্ড বিতরণ শুরু

প্রকাশিত: আগস্ট ৫, ২০২৩

  • শেয়ার করুন

কচুয়া প্রতিনিধি.  বাগেরহাটের কচুয়ায় স্মার্ট আনুষ্ঠানিকভাবে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বিতরণ শুরু হয়েছে। শনিবার (০৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার শেখ তন্ময় মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব  অশোক কুমার দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশন সচিবালয় এর প্রকল্প পরিচালক আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসমত মোহাম্মদ সায়েম, খুলনা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম।

এসময়, কচুয়া প্রেসক্লাবের সহসভাপতি সমির বরণ পাইক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা হিমাংশু প্রকাশ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও এনআইডি গ্রহিতাগণ উপস্থিত ছিলেন।

এদিন কচুয়া উপজেলার কচুয়া সদর ইউনিয়নের ৩০৯৯ নাগরিকের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হয়। পর্যায়িক্রমে উপজেলার ৬ ইউনিয়নে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করা হবে। এর আগে বাগেরহাট সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার নাগরিকদের মাঝে স্মার্ট এনআইডি কার্ড বিতরণ করেছে নির্বাচন কমিশন।

 

  • শেয়ার করুন