২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:০০

মোল্লাহাটে ঢেউটিন ও নগদ অর্থ পেল আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবার

প্রকাশিত: মার্চ ২১, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের মোল্লাহাটে বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।  উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ক্ষতিগ্রস্থদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। এসময়, বাগেরহাটের পুলিশ সুপার আবুল হাসনাত খান,মোল্লাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মফিজুর রহমানসহ স্থানীয় দলীয় নেতাকর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

গেল ডিসেম্বর মাসে মোল্লাহাট উপজেলার মোল্লারকুল গ্রামের সুশান্ত মিত্র ও কোদালিয়া গ্রামের জুয়েল ফকিরের বসতঘর আগুনে পুড়ে ভষ্মিভুত হয়। এরপর থেকে ওই পরিবারকে খাদ্য সহায়তাও দেওয়া হয়েছিল।

শেখ হেলাল উদ্দিন বলেন,আওয়ামীলীগ সরকার অসহায় দরিদ্র মানুষের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাদের দুর্দিনে সব সময় পাশে থাকে বলেই বার বার আওয়ামীলীগকে ভোট দিয়ে সরকার গঠনে সহায়তা করছেন বলে জানান তিনি।

 

  • শেয়ার করুন