৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার,সন্ধ্যা ৭:২০

গাছের সাথে শত্রুতা, কৃষকের সর্বনাশ

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটের কচুয়ায় রাতের আধারে কৃষকের সতের’শো পেঁপে ও কলাগাছ কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ জুলাই) রাতের কোন এক সময় উপজেলার টেংরাখালী গ্রামের সোহাগ শিকদারের কলা ও পেপে বাগানে এ ধ্বংসযজ্ঞ চালায় দুর্বৃত্তরা।সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

কৃষক সোহাগ শিকদার বলেন, দুস্কৃতিকারীরা  ফলন্ত কলা ও পেপে বাগানে ঢুকে সব গাছগুলো কেটে ফেলেছে। বিভ্ন্নি এনজিও ও ব্যাংক থেকে লোন নিয়ে করা বাগানের গাছ কেটে ফেলায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ওরা(দুর্বৃত্তরা) আমার সর্বনাশ করেছে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেল সমন্বয়কারী পুলিশ পরিদর্শক বাবুল আকতার জানান, কচুয়া উপজেলার টেংরাখালী গ্রামে সোহাগ শিকদার নামে এক কৃষকের ৩ একর (সরকারী খাস জমি) জমিতে কয়েক বছর ধরে কলা, পেপে ও বেগুন গাছের চাষ করে আসছেন।মঙ্গলবার  রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ১ হাজার ৫ শত কলাগাছ ও ২ শত পেপে গাছ কেটে নষ্ট করে ফেলে।এ ঘটনায় কৃষকের প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে।  কচুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

  • শেয়ার করুন