২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সন্ধ্যা ৭:২৭

জাতীয় পর্যায়ে ইসলামাবাদ মাদরাসা শ্রেষ্ঠত্ব অর্জন: সিটি মেয়রকে সংবর্ধনা

প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটের রামপাল ইসলামাবাদ ছিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় অভিভাবক সমাবেশ ও খুলনা সিটি কর্পোরেশনে মেয়র তালুকদার আ. খালেককে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে মাদরাসা মাঠে এসমাবেশে নুরুজ্জামান মন্জুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের নব নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক।

এসময় বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগীয় পরিচালক শেখ হারুন অর-রশিদ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, ওসি এস, এম আশরাফুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ, মাদরাসার অধ্যক্ষ মো. মকবুল হোসেন খান, আওয়ামীলীগের উপজেলা সভাপতি শেখ আ. ওহাব, অধ্যাপক মোতাহার রহমান, বাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাওলাদার আবু তালেব, সাধারণ সম্পদক কুদরতি এনামুল বাসার বাচ্চু, জেলা পরিষদ সদস্য ও রামপাল উপজেলা যুবলীগের সাধারণ সম্পদক মনির আহমেদ প্রিন্স, এস, এম নুরুল হক কচি, এস, এম নাজমুল হুদা রুহিত, শেখ সাইফুজ্জামান প্রমুখ।এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মাদরাসা শিক্ষক, অভিভাবকগণ উপস্থিত ছিলেন । পরে বিভিন্ন পর্য়ায়ের অতিথিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি বলেন, ভবিষ্যতেও লেখাপড়ার গুণগত মান উন্নয়ন বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ক্ষেত্রে আলো ছড়িয়ে দিয়ে সাফল্যের শীর্ষ অবস্থান ধরে রাখতে ও বিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে প্রচেষ্টা অব্যাহত থাকবে। এ সাফল্যে শুধু সমাদ্রসার নয় দেশের।তাই একাডেমিক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে নিয়মিত খেলাধুলা, স্কাউটস, সাংস্কৃতিক ও সাহিত্য চর্চায় প্রতিষ্ঠানটি প্রতি বছর সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করে আসছে।

  • শেয়ার করুন