৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৮:৪৯

বাগেরহাটে লবণ সহিষ্ণু বারী ৩৩ জাতের গমের মাঠ দিবস

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক. বাগেরহাটে লবণ সহিষ্ণু ও ব্লাষ্টরোগ প্রতিরোধ উচ্চসহনশীল গমের জাত সম্প্রসারন বারী ৩৩ জাতের গমের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে (৩ এপ্রিল) বাগেরহাট সদর উপজেলার চাপাতলা গ্রামের এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। বাগেরহাট সদর উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্তের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন জেলা সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এছাড়া বক্তব্য দেন সফল কৃষক জিহাদ হোসেনসহ আরও অনেকে। আয়োজকরা জানান, বারী ৩৩ জাতের গমের চাষাবাদ এখন সময়ের দাবী। গম ফসলের চাহিদা দিন দিন বেড়েই চলেছে।  উচ্চসহনশীল গম  চাষাবাদে একদিকে যেমন কৃষকরা লাভবান হবে অন্যদিকে মানুষের রোগবালাই কম হওয়ায় সুস্বাস্থ্য নিশ্চিত হবে। কৃষক মাঠ দিবসের অনুষ্ঠানে  এলাকার কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

কৃষক জিহাদ বলেন, প্রথম বারের মত লবণ সহিষ্ণু ও ব্লাষ্টরোগ প্রতিরোধ উচ্চসহনশীল গম চাষ করে সফলতা পেয়েছি। আশাকরি  আগামীতে আরও বেশি জমিতে গম চাষ করা হবে।

  • শেয়ার করুন